শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১২ আগস্ট ২০২১, ১৯:২১

হাজীগঞ্জে  অবৈধ পেশাদার ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে  অবৈধ পেশাদার ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

হাজীগঞ্জে অবৈধ পেশাদার ড্রেজার মালিক হুমায়ুন পাটোয়ারী(৫৭)কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর কৃষি মাঠে এই আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোমেনা আক্তার। হুমায়ুন পাটোয়ারী একই ইউনিয়নের শ্রীপুর পাটোয়ারী বাড়ির আ: মান্নান পাটোয়ারী। সে পেশায় অবৈধ ড্রেজার ব্যবসায়ী।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হুমায়ুন পাটোয়ারী অবৈধভাবে ড্রেজার বসিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলন করে জলমহাল,খাল ভরাট করে আসছে। যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর লংঘন। উক্ত অপরাধে হুমায়ুন পাটোয়ারীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং মেশিনটি জব্দ করা হয়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, হুমায়ন পাটোয়ারী বহু বছর ধরে এলাকার বহু কৃষি জমি ধ্বংস করে আসছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোমেনা আক্তার জানান, ড্রেজার মালিক তার অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা জরামানাসহ ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়